Select Page

কবিতার ‘আসমানী’ সিনেমায়

কবিতার ‘আসমানী’ সিনেমায়

asmani-bappy-susmi
‘আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও।’– জসীম উদদীনের বিখ্যাত কবিতাটির আসমানীকে এবার দেখা যাবে সিনেমায়।
ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা এম সাখাওয়াৎ হোসেন নির্মাণ করছেন তার প্রথম চলচ্চিত্র ‘আসমানী’। অভিনয় করছেন বাপ্পী ও নবাগত সুস্মি। গাইবান্ধা জেলার ফুলছড়ির উপজেলার রসুলপুর চরে ছবিটির শুটিং শুরু হয় ৬ জুন। চলে ৭ দিন।

এ সম্পর্কে সাখাওয়াৎ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। তাই সবকিছু বলতে পারেন একটু বেশি গুছিয়েই শুরু করেছি। বাপ্পী তো আগেই থেকেই সুপারস্টার। সুস্মি চলচ্চিত্রে নতুন হলেও বাপ্পী সঙ্গে বেশ মানিয়েই কাজ করছেন।’

ইতোমধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে ‘আসমানী’র ফার্স্টলুক পোস্টার।

‘আসমানী’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাখাওয়াৎ হোসেন নিজেই। আরো অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, সিরাজ হায়দার প্রমুখ।


মন্তব্য করুন