Select Page

কবে হবে ‘আমার প্রতিজ্ঞা’?

কবে হবে ‘আমার প্রতিজ্ঞা’?

আমার প্রতিজ্ঞা ছবির কাজ শুরু হবে কবে shakib_khan

বদিউল আলম খোকনের পরিচালনায় টানা বিশটির বেশি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সর্বশেষ গত বছর ঈদুল আজহায় তাদের পাওয়া যায় ‘রাজা বাবু- দ্য পাওয়ার’ সিনেমায়।

এক সিনেমার বিরতির পর খোকন ‘আমার প্রতিজ্ঞা’য় চুক্তিবদ্ধ করিয়েছেন শাকিবকে। নায়িকা হিসেবে মাহির অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন। কথা ছিল নতুন কোনো নায়িকা নিয়ে চলতি মাসেই শুরু হবে ছবিটির শুটিং। কিন্তু এখন শোনা যাচ্ছে ভিন্ন খবর।

যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘নবাব’র কারণে পিছিয়ে গেছে ‘আমার প্রতিজ্ঞা’।

এ প্রসঙ্গে যুগান্তরকে খোকন বলেন, ‘আশা ছিল চলতি মাসেই ছবিটির শুটিং শুরু করার। কিন্তু সেটা হচ্ছে না। কারণ শাকিব আগামী ১০ অথবা ১২ তারিখ ভারতে চলে যাচ্ছেন যৌথ প্রযোজনার একটি ছবিতে অভিনয়ের জন্য। সেখানে টানা ৪৫ দিন শুটিং শেষে দেশে ফিরবেন তিনি। শাকিব দেশে এলে নতুন করে আবার ছবিটির শুটিংয়ের প্রস্তুতি নেব।’

সে হিসেবে জানুয়ারির আগে শুটিং ফ্লোরে গড়াবে না ‘আমার প্রতিজ্ঞা’। তার মাঝে যদি শাকিবের অসমাপ্ত অন্য কোনো ছবির শিডিউল পড়ে তবে তো কথাই নেই।


মন্তব্য করুন