Select Page

কর্মশালায় জহির রায়হান

কর্মশালায় জহির রায়হান

zahir raihan১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা চলচ্চিত্রে নিজস্বতার স্বাক্ষর রেখেছেন জহির রায়হান। চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা পাশাপাশি লিছেখেন উপন্যাস ও ছোটগল্প। করেছেন সক্রিয় রাজনীতি। তার চলচ্চিত্রকে উপলক্ষ্য করে হতে যাচ্ছে কর্মশালা।

১৯৭২ সালের ৩০ জানুয়ারি ঢাকার মিরপুরে জহির রায়হান নিখোঁজ হন। এর ৪৪তম বছরকে স্মরণে রেখে মুভিয়ানা ফিল্ম সোসাইটি তিনদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হবে ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি। কর্মশালায় তিন দিনে তিনটি শিরোনামে জহির রায়হানের নির্মিত চলচ্চিত্র, সাহিত্য ও তার জীবনকে বিশ্লেষণ করা হবে।

প্রথমদিনের আলোচনার শিরোনাম ‘জহির রায়হানের চলচ্চিত্র: আত্মপরিচিতির রাজনীতি’। আলোচনা করবেন চলচ্চিত্র গবেষক জাকির হোসেন রাজু। দ্বিতীয় দিনের বিষয় ‘জহির রায়হান: চলচ্চিত্র, বুদ্ধিজীবিতা ও জাতীয় মুক্তিসংগ্রাম’। আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও লেখক জাঈদ আজিজ। কর্মশালার শেষ দিনের শিরোনাম ‘জহির রায়হান: যেমন দেখেছি, যেমন পেয়েছি’। আলোচনায় অংশগ্রহণ করবেন অগ্রজ চলচ্চিত্রকার সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্রকার সি বি জামান এবং চলচ্চিত্র গবেষক ও লেখক অনুপম হায়াৎ।

কর্মশালার পরিকল্পনা ও সমন্বয় করছেন বেলায়াত মামুন।

কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে ২৭ জানুয়ারি পর্যন্ত। নিবন্ধনের জন্য যোগাযোগ করতে হবে কক্ষ নম্বর ৭০১, জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা। ফোন ০১৯৭১১০১১০৬।


মন্তব্য করুন