Select Page

কলকাতায় শুরু হচ্ছে রাজ-ইধিকার ‘কবি’

কলকাতায় শুরু হচ্ছে রাজ-ইধিকার ‘কবি’

হাসিবুর রহমান কল্লোলের ‘কবি’র শুটিং শুরু হতে যাচ্ছে শিগগিরই। আর সেটা কলকাতায়। কিছুূদিন আগে রটেছিল এ ছবিতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার ইধিকা পাল। এবার খবরে সিলমোহর দিলেন নায়িকা নিজেই।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে কলকাতা শহরকে ঘিরে, নারায়ণ স্টুডিও ছাড়াও কলকাতার বিভিন্ন লোকেশনে সিনেমার দৃশ্যধারণ করা হবে।

এতে রাজ–ইধিকা ছাড়াও ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতার অভিনেত্রী অনন্যা বিশ্বাসসহ আরও অনেকে থাকছেন।

দৃশ্যধারণে অংশ নিতে পরিচালক কল্লোল, শরীফুল রাজ ও মিশা সওদাগর কলকাতায় গেছেন।

এই সপ্তাহেই কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে।

‘কবি’ প্রসঙ্গে ইধিকা পাল বলেন, ‘নতুন টিম ও সহশিল্পীদের সঙ্গে কাজটা করছি। নতুন অভিজ্ঞতা হবে, কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত। আমি মন দিয়ে করার চেষ্টা করব; আগে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে—এটাই আশা করছি।’

এর আগে কল্লোলের পরিচালনায় ‘সত্তা’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন শাকিব খান। ‘কবি’তে অভিনয় ও প্রযোজনার কথা ছিল এ নায়কের। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, শরিফুল রাজকে নিয়ে ফ্লোরে যাচ্ছে সিনেমাটি। খবর প্রথম আলো।


Leave a reply