Select Page

রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’, শাকিব খানের লক্ষ্য ১০০ কোটি টাকা

রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’, শাকিব খানের লক্ষ্য ১০০ কোটি টাকা

প্রথমবারের মতো হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের ছবি বানাতে যাচ্ছেন রায়হান রাফী, শিরোনাম ‘তুফান’। নায়ক হিসেবেও প্রথমবারের মতো পাচ্ছেন শাকিব খানকে।

‘তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির নাম ঘোষণা হয়।

অনুষ্ঠানে শাকিব বলেন, “আমরা ১০০ কোটির ক্লাবে কবে যাবো, সেদিকেই তাকিয়ে আছি। যদিও আমার মনে হয় সেদিন আর বেশী দূরে নয়, কারণ ‘তুফান’ এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের সাথে কলকাতার এসভিএফ একসাথে হয়েছে- হয়তো অচিরেই আমরাও বলতে পারবো বক্স অফিসে আমাদের গ্রস সেল ১০০ কোটি হয়েছে!”

বিদেশে বাংলা সিনেমার বড় মার্কেট তৈরী হয়ে আছে জানিয়ে শাকিব আরো বলেন, “একটা সময় হয়তো ১০০ কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে। কারণ বাংলার যে পপুলেশন, সেটার কিছু ধারণা পেয়েছি। নর্থ আমেরিকার কথা যদি বলি, সেখানেই মিলিয়নের বেশী বাংলাদেশি বাস করেন। একইভাবে পশ্চিমবঙ্গেরও মানুষ সেখানে বাস করেন। সব মিলিয়ে শুধু নর্থ আমেরিকাতেই বিশ-ত্রিশ লাখের মতো বাঙালি দর্শক আছে। তারমানে হলো, সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজার অপেক্ষা করছে। শুধু দরকার ছিলো বাংলার একটা কোলাবরেশনের। সবাই একসাথে মিলে কাজ করার। কারণ সবাই একসাথে মিলে কাজ না করলে বড় কিছু অর্জন সম্ভব নয়।”

এসময় এমন বড় পরিসরের কাজে যুক্ত করার জন্য তিন প্রযোজনা সংস্থার কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শাকিব।

বক্তব্য শেষে মজার ছলে শাকিব আবদার করেন, সিনেমা যদি ১০০ কোটি টাকা আয় করে, তাহলে তাকে যেন ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়।

এদিকে ঘোষণার সঙ্গে একটি প্রাথমিক পোস্টারও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, চোখে সানগ্লাস, ঠোঁটে সিগারেট নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় শাকিব; তার দুই হাতে দুটি বন্দুক। বোঝাই যাচ্ছে, নামের মতো ছবিটিও অ্যাকশন ধাঁচের হতে চলেছে। আগামী কোরবানির ঈদে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তুফান’ নিয়ে আপাতত বেশি কিছু বলেননি নির্মাতা রাফী। শুধু বললেন, ‘এতটুকু বলতে পারি, দেশের সবচেয়ে বড় সুপারস্টার থাকছেন। ইনশাআল্লাহ এমন ছবি বানাবো, যেটা ইতিহাস হয়ে থাকবে।’

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-য়ের কর্ণধার শাহরিয়ার শাকিল বললেন, ‘এটা মূলত বাংলাদেশি সিনেমা। এতে তিনটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের (এসভিএফ) মূল মালিকানা ভারতের। ছবিটা ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশেই মুক্তি পাবে। তবে ছবিটা বাংলাদেশেরই।’

ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির ভাষ্য, “করোনার সময় বলাবলি হয়েছিল যে, সিনেমা হলের দিন শেষ। কিন্তু সেটা আসলে হয়নি। কেননা সিনেমা হলো একটি এক্সপেরিয়েন্স, যেটা প্রেক্ষাগৃহে উপভোগ করা যায়। আর কোনও সিনেমা প্রেক্ষাগৃহে হিট হলে যে ওটিটিতে হবে না, তাও না। যেটার উদাহরণ ‘সুড়ঙ্গ’। এটা সিনেমা হলের পাশাপাশি চরকিতেও সুপারহিট হয়েছে।”

নাম-নির্মাতা-নায়কের ঘোষণা দিলেও ‘তুফান’র নায়িকা কিংবা অন্যান্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি। সেটাকে বাড়তি চমক হিসেবে গোপন রাখছেন সংশ্লিষ্টরা। খবর চ্যানেল আই অনলাইন ও বাংলা ট্রিবিউন।


মন্তব্য করুন