Select Page

‘আদি’র প্রথম ঝলকে কী আছে

‘আদি’র প্রথম ঝলকে কী আছে

adi

তানিম রহমান অংশুর প্রথম সিনেমা ‘আদি’। তারই ফার্স্টলুক প্রকাশ হলো বৃহস্পতিবার। ভিডিওটিতে চমক আছে। কিন্তু নতুন কোনো গল্পের আভাস দেয় কি?

সুন্দর কিছু ফুটেজ দিয়ে বানানো হয়েছে ফার্স্টলুকটি। রোমান্টিক, অ্যাকশান, ডার্ক। কিন্তু কতটা নতুনত্ব আছে।

অংশু নাটক ও মিউজিক ভিডিও বানিয়েছেন বেশ কিছু। সফলও। তার রেশ পাওয়া যায় ভিডিওটিতে। তবে দৃশ্যগুলো মোটেও অপরিচিত নয়। এমন মারকুটে-রোমান্স পূর্ণ দৃশ্য বিদেশি সিনেমায় দেখা গেছে ঢের। হয়ত গান থাকে না! তারপরও ভালো লাগে। কারণ দেশীয় নির্মাণ। ভাল পোস্ট প্রডাকশন। গতিময় বর্ণনা।

‘আদি’ সম্ভবত জানান দেয়, একইসঙ্গে থ্রিলার ও প্রতিশোধের গল্প। পোড় খাওয়া নায়ক আর নিষ্ঠুর ভিলেনের দ্বন্দ্ব।

প্রথম ঝলকে হয়তো ততটা বলতে নেই। কিন্তু কাহিনীর চমৎকারিত্বের খানিকটা হদিস দিলে দর্শকরা খুশি হতেন। বাংলা সিনেমার দর্শকরা কয়েক বছরে যতটা সুন্দর টিজার, ফার্স্টলুক, ট্রেলার বা গান দেখেছে তার অর্ধেকও প্রত্যাশা মতো সিনেমা পায়নি।

তারপরও আশা থাকে ‘আদি’তে চমৎকার কিছু দেখা যাবে। যা বাংলাদেশে আগে দেখা যায়নি। দেখা গেলেও এমনভাবে দেখা যায়নি। শুভ কামনা।

‘আদি’তে অভিনয় করেছেন এবিএম সুমন, শায়লা সাবি ও শতাব্দী ওয়াদুদ। তিনজনকেই অসাধারণ লেগেছে।


মন্তব্য করুন