Select Page

জলির বিপরীতে জিৎ

জলির বিপরীতে জিৎ

jeet

প্রথম সিনেমা ‘অঙ্গারে’ কলকাতার ওমের বিপরীতে অভিনয় করেছেন জলি। এবার যৌথ প্রযোজনার নতুন সিনেমা ‘বাদশা’য় তার বিপরীতে দেখা যাবে জিতের বিপরীতে।

‘বাদশা’ পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সৈকত নাসির আর কলকাতার বাবা যাদব। শুটিং শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। সিনেমাটির সম্ভাব্য লোকেশন বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া।

এসকে মুভিজের কর্ণধার অশোক ধানুকা কলকাতা থেকে প্রথম আলোকে জানান, যৌথ প্রযোজনার ছবিতে জিৎ গাঙ্গুলি এবারই প্রথম অভিনয় করবেন। গত বুধবার (৬ জানুয়ারি) তার সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। জিৎ এর আগে এসকে মুভিজের ‘ওয়ান্টেড’ আর ‘শত্রু’ ছবিতে অভিনয় করেছেন।

বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। জিতের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ খুশি জলি। বর্তমানে ‘অঙ্গার’র প্রচারণায় কলকাতায় আছেন তিনি।


মন্তব্য করুন