Select Page

কলকাতার ওমের সঙ্গে জাজের জলি

কলকাতার ওমের সঙ্গে জাজের জলি

om_mahi-1421045442বাংলাদেশের জাজ-মাল্টিমিডিয়া এবং কোলকাতার এস কে মুভিজ এর যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন চলচ্চিত্র অঙ্গার। এখানে অভিনয় করছেন ফাল্গুনী রহমান জলি এবং কোলকাতার স্টার ওম। ছবিটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন।

অতি সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া তাদের নতুন দুই নায়িকাকে সকলের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এরা হলেন ফাল্গুনী রহমান জলি এবং নুসরাত ফারিয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রেস কনফারেন্স করে জাজ মাল্টিমিডিয়া এদেরকে পরিচয় করিয়ে দেন। সেদিন ঘোষনা করা হয় যে জাজের আগামী চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’-তে অভিনয় করবে নুসরাত ফারিয়া। ফারিয়ার কথা বলা হলেও জলির চলচ্চিত্র সমন্ধে সরাসরি কিছু বলা হয় নি। তবে সপ্তাহ না ঘুরতেই নিবাগত এই নায়িকার ছবির নাম জানা গেল।

জানা গেছে আগামী জুনে ছবিটির কাজ শুরু হবে। ওম সম্প্রতি যৌথ প্রযোজনার ছবি অগ্নি ২-তে মাহির বিপরীতে অভিনয় করেন।

সূত্র: বাংলামেইল


মন্তব্য করুন