Select Page

কলকাতার কপি-পেস্টের চেয়ে ‘সুপার হিরো’ই ভালো

কলকাতার কপি-পেস্টের চেয়ে ‘সুপার হিরো’ই ভালো


রোববার প্রকাশ হয়েছে আশিকুর রহমান পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘সুপার হিরো’র প্রথম টিজার। আর তাতেই যেন উৎসবে মেতেছেন ঢালিউড দর্শকরা। বোঝা যাচ্ছে, দেশিয় সুনির্মিত সিনেমার জন্য তারা কতটা উদগ্রীব থাকেন।

বেশির ভাগ ভিউয়ার্সের কাছে ইতিবাচক রিভিউ পেয়েছে ‘সুপার হিরো’। অনেকেই বলছেন, দেশিয় ব্যানারে নির্মিত এ ধরনের সিনেমায় শাকিবকে বেশি বেশি দেখতে চান তারা।

তাদের মতে, কলকাতার সিনেমায় অনেক বাজেট ও অভিজ্ঞতা থাকলেও এগুলো মূলত দক্ষিণ ভারতীয় সিনেমার কপি-পেস্ট। এছাড়া এর মাধ্যমে দেশের টাকা নিয়ে যাচ্ছে বিদেশি লগ্নিকারক। এই সব কপি ছবির চেয়ে শাকিবের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারে ‘সুপার হিরো’র মতো সিনেমা।

আবার কেউ কেউ বলছেন, এ সিনেমার মাধ্যমে ঢালিউডে নিজের অবস্থান আরো পোক্ত করবেন আশিকুর। শাকিবেরও উচিত প্রতিভাবান দেশিয় নির্মাতাদের সঙ্গে কাজ করা। ইতোমধ্যে রাশেদ রাহার অভিষেক সিনেমা ‘নোলক’-এ নাম লিখিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া হিমেল আশরাফের পরিচালনায় নির্মাণ করতে যাচ্ছেন ‘প্রিয়তমা’।

এবার দেখার পালা দেশিয় সিনেমা, প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকদের পৃষ্টপোষকতায় এগিয়ে আসেন শাকিব। যদিও ‘আমি নেতা হবো’ জাতীয় দেশি সিনেমার জন্য নিন্দা কুড়িয়েছেন তিনি। এবার নিশ্চয় প্রভিতা চিনতে আর ভুল করবেন না। ‘সুপার হিরো’ দিকে সেই নিশ্চয়তা।

‘সুপার হিরো’ প্রযোজনা করেছে হার্টবিট প্রডাকশন। মুক্তি পাবে ঈদুল ফিতরে।


মন্তব্য করুন