Select Page

কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ

কলকাতার সিনেমায় তাসনিয়া ফারিণ

বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তবে ঢালিউড থেকে নয়, অফার পেলেন টলিউডে। তাও আবার সেখানকার প্রশংসিত নির্মাতা অতনু ঘোষের কাছ থেকে।

এরমধ্যে সবই চূড়ান্ত। অপেক্ষা শুধু কলকাতা হয়ে লন্ডনে উড়াল দেয়ার। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবিটির নাম ‘আরও এক পৃথিবী’। চলতি মাসেই ইউনিটে অংশ নিতে লন্ডন যাচ্ছেন ফারিণ।

এ বিষয়ে ফারিণ কোনো মন্তব্য না করলেও এ সংক্রান্ত খবর শেয়ার করেছেন নিজের ফেসবুক পেজে।

ভারতীয় গণমাধ্যমকে অতনু জানান, মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ দেখেই তার নতুন ছবিটির জন্য পছন্দ করেন তাসনিয়া ফারিণকে।

লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েব সিরিজে ফারিণ

সিনেমায় ফারিণের চরিত্রের নাম প্রতীক্ষা। যার মাথার ওপর বিশ্বস্ত ছাদ নেই ১১ বছর বয়স থেকে। সেই ছাদের খোঁজেই একটি সম্পর্কের সূত্রে সে পৌঁছায় লন্ডনে। কিন্তু সেখানে গিয়েও বাধে জটিলতা।

এই সিনেমায় ফারিণ ছাড়াও তিনটি চরিত্রে অভিনয় করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।

‘আরও এক পৃথিবী’ মুক্তি পেতে পারে চলতি বছরের শেষে।

অতনু ঘোষ সর্বশেষ প্রশংসিত হন ঢাকার আরেক মেয়ে জয়া আহসানকে নিয়ে ‘বিনি সুতোয়’ নির্মাণ করে। এ ছাড়া তার ‘রবিবার’ ছবিতেও ছিলেন জয়া।


মন্তব্য করুন