Select Page

কলকাতায় ফেরদৌস

কলকাতায় ফেরদৌস

Ferdousহঠাৎ বৃষ্টি ছবির মাধ্যমে কলকাতার চলচ্চিত্রে ফেরদৌসের যাত্রা শুরু। ছবিটি বেশ সফল হওয়ায় অনেকগুলো ছবিতে অভিনয় করেন ফেরদৌস। এমনকি একটি হিন্দী ছবিতেও অভিনয় করেছিলেন ফেরদৌস। বর্তমানে শ্যূটিং করছেন নতুন একটি ছবিতে, ছবির নাম আরও একবার।

ছবিতে ফেরদৌসের সহশিল্পী রূপা গাঙ্গুলী, ইন্দ্রানী হালদার এবং ঋতুপর্ণা। ‘আরও একবার’ ছবিতে ঋতুপর্ণা, রুপা গাঙ্গুলি ও ইন্দ্রানী হালদার তিন বান্ধবী। জীবনসংগ্রামের একপর্যায়ে এসে হতাশায় নিমজ্জিত হন এই তিন নারী। ঘটনাচক্রে এঁদের সবার সঙ্গে দেখা হয় ও ঘনিষ্ঠতা হয় ফেরদৌসের। তিনি চেষ্টা করতে থাকেন এঁদের সবাইকে হতাশা থেকে উদ্ধার করার। এভাবেই ছবির গল্প এগোতে থাকে।

‘আরও একবার’ ছবির মধ্য দিয়ে এবারই প্রথম রুপা গাঙ্গুলির সঙ্গে কাজ করলেন ফেরদৌস। ছবির শুটিংয়ে অংশ নিতে ১০ মার্চ কলকাতায় গিয়েছিলেন ফেরদৌস। এই লটে উত্তর কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং করেছেন তিনি। মে মাসে ছবিটির আউটডোর শুটিং করা হবে বলে জানিয়েছেন ফেরদৌস।

সূত্র: প্রথম আলো


মন্তব্য করুন