Select Page

কসোভো উৎসবে সেরা তৌকীর

কসোভো উৎসবে সেরা তৌকীর

tokir-ahmed
অজ্ঞাতনামা’ ছবির জন্য কসোভোতে অনুষ্ঠিত ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শিরোনামের চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক হিসেবে পুরস্কার জিতলেন তৌকীর আহমেদ

৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবে বিচারকদের চোখে ‘অজ্ঞাতনামা’র বিষয়বস্তু সমকালীন বিশ্বে গুরুত্বপূর্ণ ও অতি প্রাসঙ্গিক মনে হয়েছে বলে তৌকীর জানান।

ছবির গল্পে মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিকদের মানবেতর জীবনযাপন দেখানো হয়েছে।

এ পুরস্কারের পর ছবিটি এবার ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিচ্ছে। ওয়াশিংটনের আরেক উৎসব সিয়াটল (সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে)-এ অংশ নেবে ছবিটি।


মন্তব্য করুন