Select Page

কাঁদাবে কৃষ্ণপক্ষ!

কাঁদাবে কৃষ্ণপক্ষ!

Premiere of Krishnopokko film my meher afroz shaon based on humayun ahmed story with ferdous riaz mahia mahi taniaহুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রগুলো প্রায় সবগুলোই পরিণতিতে দর্শককে কাঁদায়, অন্ততঃ বিষন্ন করে। হুমায়ূন আহমেদ চলে গেছেন, কিন্তু তার সৃষ্টিকে চলচ্চিত্রে রূপ দিয়ে দর্শকের কাছে আবারও পৌছে দেয়ার তাগিদে স্ত্রী মেহের আফরোজ শাওন নির্মান করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ‘। আগামী ২৯ ফেব্রুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। মুক্তির আগে প্রিমিয়ারেই জানিয়েছে – ‘কৃষ্ণপক্ষ’ও কাঁদাবে দর্শককে।

পহেলা ফাল্গুনে বলাকা সিনেওয়ার্ল্ডে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। লেখক নির্মাতা হুমায়ূন আহমেদকে স্মরণ এবং মেহের আফরোজ শাওনের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রের শুভকামনা শেষে দর্শকরা কৃষ্ণপক্ষ উপভোগ করার সুযোগ পান। ছবির শেষাংশ ছুঁয়ে যায় সকলকে, কাঁদিয়েছে অনেককে।

এর আগে প্রধান অভিনেতা রিয়াজ মানবজমিনের সাথে সাক্ষাতকারে জানিয়েছেন, ‘আমার মনে হয়, শেষ দৃশ্য দেখে দর্শকরা কাঁদবেন’।

কৃষ্ণপক্ষের প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা অভিনেত্রী রিয়াজ, মাহি, ফেরদৌস, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, মৌটুসীসহ প্রায় সকল কলাকুশলী। স্বপ্ন আর স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত এ ছবিটি প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম, ছবিটি পরিবেশনার দায়িত্বে আছেন জাজ মাল্টিমিডিয়া।

ছবি: বাংলামেইল


মন্তব্য করুন