Select Page

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শুরু

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ শুরু

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে ভিন্নধর্মী একটি সিনেমার চিত্রায়ন শুরু হলো রোববার। অমর কথাসাহিত্যিক তার সাহিত্যের বিভিন্ন চরিত্রের পাশাপাশি নিজেও থাকছেন এ সিনেমায়, শিরোনাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। পরিচালনা করছেন আরিফুর জামান আরিফ।

চলচ্চিত্রের কাহিনী ও সংলাপ রচনা করেছেন হাশিম আখতার মো. করিমদাদ। চিত্রনাট্য করেছেন পরিচালক আরিফুর জামান আরিফ।

সিনেমাটিতে শরৎচন্দ্র চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত। দেবদাস চরিত্রে ফেরদৌস, পার্বতী চরিত্রে পপি ও রাজলক্ষ্মী রূপে দেখা যাবে মৌসুমী হামিদকে। আরো আছেন তমা মির্জা, নীরব, আনিসুর রহমান মিলন, প্রকৃতিসহ অনেকে।

সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। গানগুলোর কথা লিখেছেন মো. রফিকুজ্জামান।

জানা গেছে, প্রথম লটে টানা ১০দিন চিত্রায়ন হবে।


মন্তব্য করুন