Select Page

‘কাঠবিড়ালী’ দেখে নিয়ামুল মুক্তাকে চুক্তিবদ্ধ করলেন প্রযোজক

‘কাঠবিড়ালী’ দেখে নিয়ামুল মুক্তাকে চুক্তিবদ্ধ করলেন প্রযোজক

প্রথম সিনেমা ‘কাঠবিড়ালী’র মাধ্যমে বেশ প্রশংসা পাচ্ছেন পরিচালক নিয়ামুল মুক্তা। দর্শকও মোটামুটি সাড়া দিয়েছেন। অবশ্য সেন্সর শো’তেই মনোযোগ কেড়েছিলেন নিয়ামুল।

জানা গেছে, প্রথম সিনেমা মুক্তির আগেই দ্বিতীয়টির প্রস্তাব পান নির্মাতা। ‘কাঠবিড়ালী’ দেখে নিয়ামুল মুক্তাকে চুক্তিবদ্ধ করাতে দুবারও ভাবলেন না ঢাকাই সিনেমার প্রথম সারির প্রভাবশালী এক প্রযোজক।

ইতিমধ্যে নিয়ামুলের হাতে তুলে দিয়েছেন বাজেটের একটি চেক। এমন খবরই শোনা গেল কাকরাইলে। যদিও কোনো পক্ষ বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে খোলাসা করেননি। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে একটি পক্ষ।

অবশ্য এই ধরনের ঘটনা সাম্প্রতিক বছরগুলোকে ঢালিউডে একদমই শোনা যায়নি। নইলে নতুন আসা অনেকের চমৎকার কিছু সিনেমা হয়তো উপহার পেতো ইন্ডাস্ট্রি।

‘কাঠবিড়ালী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন।

বর্তমানে যে সব প্রেক্ষাগৃহে ‘কাঠবিড়ালী’: রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী সিনেমা, আনন্দ ও চিত্রামহল। ঢাকার বাইরে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রূপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

Shares