Select Page

কানে পরিবেশক পেল ‘এমআর নাইন: ডু অর ডাই’

কানে পরিবেশক পেল ‘এমআর নাইন: ডু অর ডাই’

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে পরিবেশক পেল এবিএম সুমন অভিনীত ‘এমআর নাইন: ডু অর ডাই’। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট বিতরণ করবে কাজী আনোয়ার হোসেনের আইকনিক চরিত্র মাসুদ রানাকে তুলে ধরা সিনেমাটি। এ খবর দিয়েছে হলিউড ভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন।

মূলত বিশ্বব্যাপী তুলনামূলক মাঝারি বাজেট ও স্বাধীন ধারার সিনেমার পরিবেশক হিসেবে কাজ করে প্রিমিয়ার এন্টারটেইনমেন্ট। এর মধ্যে বিদেশী জনপ্রিয় চলচ্চিত্রও রয়েছে।

ফ্র্যাঙ্ক গ্রিলো ও মাইকেল জে হোয়াইটের মতো পরিচিত অভিনেতা নিয়ে ‘ডু অর ডাই’ পরিচালনা করেছেন আসিফ আকবর। তার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা ও আব্দুল আজিজ।

জাজ মাল্টিম্ডিয়া, অল ব্র্যাভো ফিল্মস ও চ্যাজিং বাটারফ্লাইজ পিকচার্সের এই প্রযোজনায় আছেন দ্য ফিল্ম পোস্ট। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে চিত্রায়িত সিনেমাটি এখন পোস্ট-প্রডাকশন পর্যায়ে রয়েছে। অন্যান্য চরিত্রে আছেন প্রথমবারের মতো অভিনয়ের ফ্র্যাঙ্ক গ্রিলো ছেলে রেমি গ্রিল, সাক্ষি প্রধান, নিকো ফস্টার, ওমি ভেদাইয়া, আনিসুর রহমান মিলন ও শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।

পরিবেশক নিয়োগের আলোচনায় প্রিমিয়ারের সিইও ও প্রেসিডেন্ট ইলিয়াস অ্যাক্সুমের অংশ নেন প্রযোজক ব্র্যাভো ও পরিচালক আকবর।

প্রিমিয়ার বর্তমানে কান বাজার থেকে ফিল্ম কিনছে, যা এই সপ্তাহেই সমাপ্ত হবে। এ কোম্পানির তালিকায় মধ্যে রয়েছে ডার্মট মুলরোনির রুথলেস, কেলান লুটজের পালিডো, ইন্দোনেশিয়ান সুপারহিরো ব্লকবাস্টার শ্রী আসিহ, টিন কমেডি সিড ইজ ডেড, মিলিটারি অ্যাকশন থ্রিলার ওয়ারহরস ওয়ান, অ্যাকশন ওয়েস্টার্ন টেকন ফ্রম রিও ব্রাভো, টিআইএফএফে প্রিমিয়ার হওয়া নাইটলক এবং কেলান লুটজ ও প্রয়াত অ্যান হেচের মার্ডার মিস্ট্রি হোয়াট রিমেনস।

এদিকে গত এপ্রিলে ‘ডু অর ডাই’-এর টিজার প্রকাশ হয়। তবে সম্পাদনার ঘাটতি দেখা গেলেও প্রশংসিত হয়। কান উৎসবে পরিবেশকদের লক্ষ্য করে দেখানো হয় ট্রেলার।


মন্তব্য করুন