Select Page

কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘শঙ্খধ্বনি’

কামার আহমাদ সাইমনের নতুন ছবি ‘শঙ্খধ্বনি’

Saimon-12ছেলেবেলায় স্কুলের গণ্ডি পেরোনোর আগেই হারিয়ে যায় দুই বন্ধু। প্রায় সতের বছর পর আবার দেখা, ফিরে আসে মাটির টানে। এমন গল্প নিয়েই ‘শঙ্খধ্বনি’ শিরোনামে দ্বিতীয় চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কামার আহমাদ সাইমন। এবারের ছবিটি হবে তার প্রথম ফিচার ফিল্ম।

যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে সারা আফরীনের সঙ্গে নবযাত্রায় যুক্ত হলেন ধ্বনি-চিত্র লিমিটেডের সারা যাকের। শনিবার রাজধানীর ফরাসি দূতের বাসভবনে ‘মিট দ্য প্রেস : আফটার কান’ শীর্ষক এক বিশেষ আয়োজনে এ সব তথ্য জানান হয়। সারা যাকের বলেন, ‘তরুণ একঝাঁক চিত্রনির্মাতা আমাদের চলচ্চিত্রকে উপস্থাপন করেছে বিশ্ব দরবারে। আমরা ধ্বনি-চিত্রের পক্ষ থেকে এই যাত্রায় অংশীদার হতে পেরে গর্বিত বোধ করছি।’

এবারের ৬৭তম কান উৎসবে উদীয়মান নির্মাতাদের জন্য বিশেষ আয়োজন ‘লা ফ্যাব্রিক দ্য সিনেমা দ্যু মন্দ ২০১৪’-তে আমন্ত্রিত ১০টি চিত্রনাট্যের মধ্যে অন্যতম ছিল ‘শঙ্খধ্বনি’। ফরাসি ইনস্টিটিউট, উৎসবের অন্যতম আকর্ষণ বিশ্ব চলচ্চিত্র বাজার ‘মার্স দ্যু ফিল্ম’-এর সঙ্গে অংশীদারিত্বে এবং বিশ্বব্যাপী ফরাসি দূতাবাসের সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ প্রসঙ্গে প্রযোজক সারা আফরীন বলেন, ‘আমরা বিভিন্ন দেশের প্রযোজকদের কাছে আমাদের ছবির গল্প এবং নির্মাণ ভাবনা তুলে ধরেছি। সবকিছু পরিকল্পনামাফিক চললে শিগগিরই এদের সঙ্গে কাজ শুরু করব।’

ফরাসি দূত মিশেল ত্রিনকুইয়া বলেন, ‘আমি এই তরুণ উদীয়মান নির্মাতা জুটিকে বিশেষ অভিনন্দন জানাচ্ছি, বিশ্বের সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসরের লাল গালিচায় বাংলাদেশকে তুলে ধরার জন্য।’

এর আগে সুইডেনের গোটেবর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চিত্রনাট্যের জন্য প্রতিযোগিতামূলক অনুদান পুরস্কার অর্জন করে ‘শঙ্খধ্বনি’। নয় মাসব্যাপী ইউরোপের ৩টি দেশে অনুষ্ঠিত ‘ইউরোপীয় প্রযোজক কর্মশালা ২০১২’-তে আমন্ত্রিত ২৪টি চিত্রনাট্যের মধ্যে একমাত্র নন-ইউরোপীয় চিত্রনাট্য ছিল এটি। এ ছাড়া ‘ইউরোপীয় পোস্ট প্রোডাকশন কানেকশন ২০১৩’ এবং ফ্রান্সের নন্তে অনুষ্ঠিত ‘ত্রি-মহাদেশীয় চলচ্চিত্র উৎসব ২০১৩’-এর কো-প্রোডাকশন কর্মশালা ‘প্রদিউর অ সুদ’-এও আমন্ত্রিত হয় ‘শঙ্খধ্বনি’।

এ প্রসঙ্গেকামার বলেন, ‘এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখনও অনেক অসহনশীল। সুযোগ খুব কম। আমার আগের চলচ্চিত্র ‘শুনতে কি

উল্লেখ্য, ‘শুনতে কি পাও!’ চলচ্চিত্রের জন্য এর আগে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপের প্রামাণ্য উৎসব ‘সিনেমা দ্যু রিলে’ শ্রেষ্ঠ সর্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপি’ এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিলেন কামার আহমাদ সাইমন।

 

 


মন্তব্য করুন