Select Page

কার সঙ্গে ‘মন খারাপের দেশে’ ইমরান? (ভিডিও)

কার সঙ্গে ‘মন খারাপের দেশে’ ইমরান? (ভিডিও)

নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল! কে এই রোতসী! কেন তার মন খারাপের দেশে ভেসে বেড়াচ্ছেন আপনি?

জবাবে ইমরান বললেন, ‘সেটি জানতে হলে ভিডিওটি দেখতে হবে। দেখলেই জবাব পেয়ে যাবেন।’

সোমবার (১৫ মে) রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করে প্রকাশ পেয়েছে ইমরানের নতুন ব্যয়বহুল মিউজিক ভিডিও ‘মন খারাপের দেশে’। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটির সুর করেছেন নাজির মাহমুদ। আর লিখেছেন শরীফ আল-দীন। গানটির অডিও এরইমধ্যে জনপ্রিয়তা পেয়েছে।রোতসী ও ইমরান

সেই সূত্র ধরে এবার তৈরি হলো গানটির ব্যয়বহুল ভিডিও। নির্মাণ করেছেন সৈকত রেজা।

ইমরান বলেন, ‘এবার নিজেকে একটু ভেঙেছি। চেষ্টা করেছি গানের কথা-সুর-কণ্ঠের সঙ্গে মিল রেখে ভিডিওতে একটা রোমান্টিক আবহ তৈরি করতে। ভিডিওটি প্রকাশের পর দারুণ সাড়া পাচ্ছি।’
এদিকে মডেল রোতসী বলেন, ‌‘আমি ইমরান ভাইয়ার গানের ভক্ত। চেষ্টা করেছি গানটির সঙ্গে নিজেকে মেলে ধরতে।’


Leave a reply