Select Page

‘কিছু আশা কিছু ভালোবাসা’র অডিও

প্রকাশিত হলো মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবির অডিও। গত সপ্তাহে অ্যালবামটি বাজারে এসেছে।

আরেফিন রুমি, জে কে ও আহমেদ হুমায়ুনের সংগীতায়োজনে ছবিটিতে গান রয়েছে ছয়টি। সুদীপ কুমার দীপের কথায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, কনক চাঁপা, আঁখি আলমগীর, আরফিন রুমি, জে কে, পড়শি, খেয়া, রমা, রন্টি, ছড়া ও আহমেদ হুমায়ুন।

শুটিং, ডাবিংসহ অন্যান্য পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয়েছে বেশ আগে। সম্প্রতি ছবিটি সেন্সরেও জমা পড়েছে।

হালিম কথাচিত্রের প্রযোজনায় নির্মিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, শাবনূরফেরদৌস

সুত্র: কালের কন্ঠ


মন্তব্য করুন