Select Page

কীর্তিমান রাজ্জাকের গল্পকথা

কীর্তিমান রাজ্জাকের গল্পকথা

razzak

বিটিভির পাক্ষিক অনুষ্ঠান ‘কীর্তিমানের গল্পকথা’। এতে তুলে ধরা হয় সফল মানুষদের জীবনচিত্র। এবার ঈদ উপলক্ষে বিশেষভাবে তৈরি হয়েছে অনুষ্ঠানটি।

অভিনেতা রাজ্জাককে নিয়ে নির্মিত এ অনুষ্ঠানে উঠে আসবে তাঁর ছেলেবেলা, চলচ্চিত্রে আগমন, ক্যারিয়ার, পারিবারিক জীবনসহ নানা গল্প।

অনুষ্ঠানটির উপস্থাপক সাজ্জাদ কবির বলেন, ‘রাজ্জাক জীবন্ত কিংবদন্তি। সারা দেশে তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাদের কাছে রাজ্জাক আদর্শ। আমরা চেয়েছি সবাই রাজ্জাকের সফল হওয়ার গল্প শুনুক, জানুক। সে কারণে তাঁকে আমন্ত্রণ জানানো।’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন