Select Page

কী হচ্ছে ‘দেবী’ সেটে?

কী হচ্ছে ‘দেবী’ সেটে?

শনিবার শুরু হয়েছে নির্মাণের আগেই আলোচনায় থাকা ‘দেবী’র চিত্রায়ন। আর প্রথমদিনেই সিনেমাটি নিয়ে চর্চা হচ্ছে বেশ। এর কারণ কোনো গোপনীয়তা।

ঢাকা শহরেই চলছে সিনেমাটির শুটিং। কিন্তু সংবাদমাধ্যমকে জানানো হয়নি লোকেশন। এমনকি সাক্ষাৎকার দিতেও আগ্রহী নন তারকারা। লুক ফাঁস হওয়ার ভয়ে তারা সাংবাদিকদের সঙ্গে দেখাও করছেন না। তাই প্রকাশ হয়নি সেটে তোলা কোনো সেলফি।

মূলত, মিসির আলী লুকে চঞ্চল চৌধুরীকে কেমন দেখাচ্ছে- তা নিয়েই সবার আকর্ষণ। আর এটিই হতে যাচ্ছে সবার আগ্রহের বিষয়। একে রাখা হচ্ছে প্রচারণার ট্রাম্পকার্ড হিসেবে। এছাড়া জয়া আহসান, অনিমেষ আইচের লুকেও থাকছে ব্যতিক্রম কিছু। আর এসব বিষয় নিয়ে দিনভর সোশ্যাল মিডিয়ায় আলোচনা দেখা যায়।

সরকারি অনুদানে হুমায়ূন আহমেদের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ‘দেবী’। পরিচালনা করছেন ‘আয়নাবাজি’র অন্যতম চিত্রনাট্যকার আনম বিশ্বাস। সহ-প্রযোজক হিসেবে আছে জয়ার প্রতিষ্ঠান ‘সি তে সিনেমা’।


মন্তব্য করুন