Select Page

কী হতে যাচ্ছে ১৩ এপ্রিল?

কী হতে যাচ্ছে ১৩ এপ্রিল?

সিনেমার খরায় কাঁপছে ঢালিউড। বছরের প্রথম তিন মাস সিনেমা মুক্তির খতিয়ান দেখলে তা পরিষ্কার হয়। কেউ কেউ আশঙ্কা করছেন বড়সড় বিপর্যয়ের।

এরই মধ্যে শুরু হয়েছে নতুন এক প্রতিযোগিতা। যাকে শুধু অসুস্থই নয়, অশুভ প্রতিযোগিতা বলা যায়। বড় বাজেট, বড় তারকা, পরিচালক বা অতি প্রতিক্ষীত সিনেমাগুলো একই তারিখে মুক্তির ঘোষণা দিয়ে রেখেছে।

তেমনই একটি দিন ১৩ এপ্রিল। এ পর্যন্ত তিনটি সিনেমার ঘোষণা এসেছে এ দিনে মুক্তির। সাথে যোগ দিতে পারে আরো একটি।

আগে থেকেই শোনা যাচ্ছিল ১৩ এপ্রিল মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ (পূজা, সিয়াম আহমেদ) ও আলমগীরের ‘একটি সিনেমার গল্প’ (আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত)। বৃহস্পতিবার টিজার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানালো ‘বিজলি’ (ববি, রণবীর)। ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিরোইন সিনেমাটিও মুক্তি পাবে ১৩ এপ্রিল। সেই ঘোষণা স্পষ্ট লেখা আছে টিজারে।

এ থেকে মনে হচ্ছে নির্মাতা সেধে সেধে আত্মহত্যা করতে যাচ্ছেন।

এদিকে ভারতীয় সিনেমা ‘চালবাজ’ও (শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলি) একই দিনে মুক্তি পেতে চেষ্টা করছে। সিনেমাটি যৌথ প্রযোজনার অনুমতি চেয়ে প্রিভিউ কমিটিতে আবেদন করেও বছরখানেক আগে অনুমোদন পায়নি।

শোনা গিয়েছিল, সাফটা চুক্তির আওতায় ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পাবে। এখন শোনা যাচ্ছে, বিষয়টি অন্যরকমও হতে পারে। তবে কী হবে তা স্পষ্ট নয়।

‘চালবাজ’ হিসেবে নিলে ১৩ এপ্রিল সিনেমার সংখ্যা দাঁড়ালো ৪টি। চালু সিনেমা হল আছে ৩০০টির মতো। এর মধ্যে কিছু হল আবার প্রথম সপ্তাহে নতুন সিনেমা নিতে অপারগ। সুতারাং, অঘটন তো ঘটবে।

এদিকে গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ও সেই ফাঁড়ার মধ্যে পড়তে যাচ্ছে। সিনেমাটি ৬ এপ্রিল মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে প্রেক্ষাগৃহ হারাবে নিশ্চিত। সেক্ষেত্রে লগ্নি তুলে আনাও কঠিন হয়ে যাবে ‘মনপুরা’ নির্মাতার দ্বিতীয় সিনেমার।

এছাড়া ২০ এপ্রিল ও ২৭ এপ্রিল যদি অন্য সিনেমা মুক্তি পায় তবে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। এরপরের মাসেই শুরু হচ্ছে রোজা।


Leave a reply