Select Page

কুসুম শিকদারের ‘নেশা’, এবার মামলা

কুসুম শিকদারের ‘নেশা’, এবার মামলা

কুসুম শিকদার অভিনীত নেশা শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে। গত ৩রা আগস্ট প্রকাশের দশদিন পরই গানটির বৈধ-অবৈধ সব ভিডিও ও টিজার ৭২ ঘন্টার মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নেয়ার জন্য আইনি নোটিশ দেয়া হয়েছিল। এবার মিউজিক ভিডিওর নামে পর্ণোগ্রাফির অভিযোগে কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের হল।

সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব গত ১৩ আগস্ট গানটির প্রকাশক বঙ্গবিডিসহ মডেল কুসুম শিকদার ও খালেদ হোসাইন সুজনকে আইনি নোটিশ পাঠান। কিন্তু এতদিনেও গানটি না সরানোর কারণে মিউজিক ভিডিওর নামে পর্ণোগ্রাফির অভিযোগে মামলা দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার নাজমুল আহসান। অভিনেত্রী কুসুম শিকদারসহ সাতজনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে রমনা থানাকে তদন্তের নির্দেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, ‘নেশা’ শিরোনামের ভিডিওতে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্য কোনোভাবেই যায় না। এ ধরনের অশ্লীল ভিডিও তৈরি এবং প্রকাশনা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮ ধারায় দন্ডনীয় অপরাধ বলে উল্লেখ করা হয়।

মামলার বাদী  খন্দকার নাজমুল জানান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, আমরা মিউজিক ভিডিওতে কাটপিসের মতো অপ্রাসংগিক এবং অহেতুক রগরগে যৌনতার দৃশ্য অন্তর্ভুক্তির ট্রেন্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সুস্থ সংস্কৃতি ও শুদ্ধ সংগীতের পক্ষেই আমাদের অবস্থান।

মামলায় গানটির গায়িকা ও মডেল কুসুম শিকদার ছাড়াও সহ-মডেল খালেদ হোসাইন সুজন, ভিডিওটির পরিচালক শুভ্র খান ও শ্রাবণী এবং ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গ (স্টেলার ডিজিটাল লি.)-এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিকসহ কয়েকজনকে আসামি করা হয়।

এ বিষয়ে কুসুম শিকদার কিছু জানেন না বলে জানিয়েছেন। ভিডিও প্রকাশক প্রতিষ্ঠান বঙ্গ (স্টেলার ডিজিটাল লি.)-এর ব্যবস্থাপনা পরিচালক মুশফিক এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করলে সংবাদমাধ্যমকে জানাবেন বলেছেন।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন