Select Page

কেমন ছিল ‘নানা রঙের দিনগুলি’?

কেমন ছিল ‘নানা রঙের দিনগুলি’?

Rozina (7)ঢাকাই চলচ্চিত্রের ড্রিমগার্লখ্যাত নায়িকা রোজিনা। সর্বশেষ মতিন রহমানের নির্দেশনায় ২০০৪ সালে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে ‘রাক্ষুসী’ সিনেমায় অভিনয় করতে দেখা যায় তাকে। যদিও প্রতিনিয়ত সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি।

ছবিতে দেখা না গেলেও টিভি নাটক ও টেলিফিল্মে মাঝে মধ্যে অভিনয় করতে দেখা যায় তাকে। নিজের নির্দেশনাতেই সেসব নাটক, টেলিফিল্মে অভিনয় করেন তিনি। এ বছর অবশ্য নতুন কিছু নির্দেশনাতে তার দেখা মেলেনি।

সম্প্রতি স্যাটেলাইট চ্যানেল ‘বাংলাভিশন’ তাকে নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান নির্মাণ করেছে। অনুষ্ঠানের নাম ‘নানা রঙের দিনগুলি’। এটি একটি আত্মজীবনীমূলক অনুষ্ঠান। এতে গল্পে গল্পে রোজিনার প্রিয় স্থানগুলোতে ঘুরে বেড়াতে বেড়াতে তার ফেলে আসা দিনের কথা দর্শকদের শোনাবেন। অনুষ্ঠানটি ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘বেশ ভালো লেগেছে অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের ধরনটি আমার কাছে একটু আলাদা মনে হয়েছে। দর্শকের কাছে আমার বক্তব্য তুলে ধরতেও বেশ ভালো লেগেছে। আশা করি ভালো লাগবে সবার।’


মন্তব্য করুন