Select Page

কেমন হলো ‘চল পালাই’ ট্রেলার?

কেমন হলো ‘চল পালাই’ ট্রেলার?

আগামী ৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘চল পালাই’। ছবিটি পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস। মূল ভূমিকায় অভিনয় করছেন নায়ক শাহ রিয়াজ, শিপন ও তমা মির্জা। শনিবার সন্ধ্যায় ইউটিউেব প্রকাশ হয়েছে ছবিটির ট্রেলার।

ছবিতে শাহরিয়াজ, তমা মির্জা, শিপন ছাড়া আরো অভিনয় করেছেন শিমুল খান, আহমেদ শরীফ, সাদেক বাচ্চু, জাদু আজাদসহ অনেকে। প্রযোজনা করছে লাইভ এন্টারটেইনমেন্ট।

৩ মিনিটের বড় ট্রেলারে ত্রিভুজ প্রেম, দ্বন্দ্ব, অ্যাকশন, নায়লা নাঈমের আইটেম গান এবং রোমান্টিক গল্প-সবকিছুকেই তুলে ধরেছেন দেবাশীষ বিশ্বাস।

ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করেন। তাকে ছিল মন্তব্য। এখনো পর্যন্ত সিনেমাটির পক্ষে তেমন ইতিবাচক মন্তব্য চোখে পড়েনি। অনেকে এর জন্য দায়ি করছেন দেবাশীষ বিশ্বাসের সাম্প্রতিক কিছু মন্তব্যকে। পাশাপাশি সিনেমাটির নির্মাণও ততটা আকর্ষণীয় নয়।


মন্তব্য করুন