Select Page

কেমন হলো ‘শান’ টিজার?

কেমন হলো ‘শান’ টিজার?

এম রাহিম পরিচালিত প্রথম ছবি ‘শান’। বছর দেড়েক আগে স্টাইলিশ পয়লা দর্শন পোস্টার দিয়ে জানান দেয়। বুঝিয়ে দেয় এটি হতে যাচ্ছে, সিয়াম আহমেদের ক্যারিয়ারে প্রথম পুরোপুরি মারদাঙ্গা ঘরানার ছবি।

শনিবার সন্ধ্যায় পূর্বের ঘোষণা মতে প্রকাশ হয়েছে ৫২ সেকেন্ড দৈর্ঘ্যের টিজার। পরপর অ্যাকশন, অনলাইনে তা দেখেই তুমুল হাততালি দর্শকের।

প্রশ্ন হলো,কেন এত অ্যাকশন? উত্তর অবশ্য এ ভিডিওতে দেওয়া নেই। তার জন্য অপেক্ষা করতে হবে। ঈদুল ফিতর পর্যন্ত।

ও হ্যাঁ, টিজারে একটা দারুণ সংলাপ আছে- কাপুরুষেরা প্রতিদিন মরে, আর সাহসীরা একবারই মরে।

টিজারে আরও দেখা মিলল তাসকিন রহমান, পূজা চেরি ও মিশা সওদাগরের। এমনিতে আরও অনেক সিনিয়র ও পরিচিত মুখ আছেন এ ছবিতে। দেখা যাক আর কী কী চমক আছে!

পাঠক আপনার কেমন লেগেছে?


Leave a reply