Select Page

কে?

কে?

toma-mirzaনিজের গল্পে ‘কে’ নামের চলচ্চিত্র পরিচালনা করছেন আলম আশরাফ। প্রধান চরিত্রে অভিনয় করবেন তমা মির্জা

১৩ নভেম্বর প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিনে তাকে উৎসর্গ করে সিনেমাটির শুটিং শুরু হবে।

‌‘কে’তে দেখা যাবে, বেশ কয়েক বছর ধরে নিউ ইয়র্কে রয়েছেন তমা। তবে সম্প্রতি একটি রিসার্চের কাজে দেশে ফিরেন তিনি। বস্তিতে থাকা মানুষের ওপর একটি অনুসন্ধানী রিপোর্ট লেখার কাজে এসে পরিচয় হয় এক চটপটি বিক্রেতার সঙ্গে। এরপর বস্তির বিভিন্ন শ্রেণির লোকদের পাশাপাশি ওই চটপটিওয়ালার সঙ্গে বেশ সখ্য তৈরি হয়। এরপর ঘটতে থাকে নানান ঘটনা।

মিরপুরের এক বস্তিতে সেট ফেলে কাজ শুরু হবে ছবিটির।

তমার বিপরীতে চটপটিওয়ালার চরিত্রে অভিনয় করবেন শাহরিয়াজ। আরো অভিনয় করবেন শিমুল খান ও ডন।

নির্মাতা জানান, হুমায়ূন আহমেদকে উৎসর্গ বা তার জন্মদিনে শুটিং শুরু হলেও ছবির গল্পের সঙ্গে এই কথাসাহিত্যিকের কোনো উপন্যাস বা গল্পের মিল থাকবে না।

তিনি বললেন, ‘আমাদের পুরো টিমটাই হুমায়ূন আহমেদের ভক্ত। তাই ওই দিনই কেক কেটে আনুষ্ঠানিকভাবে ছবিটির শুটিং শুরু করার ইচ্ছা।’


মন্তব্য করুন