Select Page

কৈশোর-তারুণ্য রাঙিয়ে দেয়া শাফিন আহমেদ

কৈশোর-তারুণ্য রাঙিয়ে দেয়া শাফিন আহমেদ

আমার দুর্দান্ত কৈশোর ও তারুণ্য রাঙিয়ে দিয়েছিলেন যারা তাঁদের মধ্যে শাফিন আহমেদ ছিলেন অন্যতম। আমরা যারা ৯০ দশকে বেড়ে উঠেছি তাঁদের কাছে বাংলা ব্যান্ড সংগীত ছিলো ভীষণ ভালোলাগার, সেই উম্মাদনার দিনগুলোতে শাফিন আহমেদ ছিলেন আমাদের কাছে একটা ক্রেজ।

‘শাফিন আহমেদ’ এই নামটি শুনে নাই বাংলাদেশের ব্যান্ড সংগীতের ভক্ত এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। সেই আমার সমবয়সীদের থেকে শুরু করে আজকের নতুন শ্রোতারা সবাই শাফিন আহমেদকে চিনেন। এই মানুষটি শুধু গান দিয়ে আমাদের সময়ে ঝড় তুলে নাই, একজন ফ্যাশন সচেতন মানুষ হিসেবেও তরুণদের মধ্যে খুব প্রিয় ছিলেন শাফিন আহমেদ।

এই প্রজন্মের অনেক তরুণের ধারনা যে ৯০ দশকের তরুণদের মাথায় স্কার্ফ পরার ফ্যাশন চালু করে প্রথম চিত্রনায়ক সালমান শাহ। তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। মাথায় স্কার্ফ পরার ফ্যাশন প্রথম চালু করে মাইলসের হামিন আহমেদ ও শাফিন আহমেদ। শুধু মাথায় স্কার্ফ পরা নয় ছেলেদের ছেঁড়া জিন্স প্যান্ট ফ্যাশনও চালু করে এই দুইজন। সেই সময়ে শহরের অনেক তরুণ শাফিন আহমেদের মতো মাথায় স্কার্ফ পরে মোটর সাইকেল দাপিয়ে বেড়াতো। ভিন্নধর্মী কণ্ঠের  সাথে ডিফারেন্ট প্যাটার্ন অফ ফ্যাশন তাঁকে তরুণ সমাজের কাছে তৈরী করেছে একটি আদর্শে।

শাফিন আহমেদ, বাবা-মা কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগম, সঙ্গীতের এই দুই মহান শিল্পীদ্বয়ের পরিচয়কে ছাপিয়ে মেলে ধরেছেন নিজের পরিচয়। সঙ্গীত ভুবনে নিজের মেধা ও সৃজনশীলতার প্রতিটি স্পর্শে তিলে তিলে গড়েছেন এক একটি অনবদ্য সঙ্গীত। জোয়ারে ভাসিয়েছেন, কেড়েছেন অজস্র শ্রোতাহৃদয়। মঞ্চে কাঁপিয়েছেন দেশে-বিদেশের হাজার হাজার উন্মত্ত দর্শকশ্রোতা। মায়ের কাছে শেখা কাজী নজরুল ইসলামের ‘প্রজাপতি প্রজাপতি’ গান দিয়ে তার প্রথম গানের শুরু। ৯ বছর বয়সে গাওয়া গানটি সেই সময় রেকর্ড আকারে প্রকাশ হয়

মাইলসের বেইজিস্ট ও প্রধান ভোকালিস্ট শাফিন আহমেদ ছিলেন  একাধারে দুর্দান্ত গীতিকার ও সুরকার। ব্যান্ডের বাইরেও সলো ক্যারিয়ারে তুমুল জনপ্রিয় এই সঙ্গীত তারকা। একটা সময় ব্যান্ড মিক্সড অ্যালবাম গুলোতে দাপটের সাথেই বিচরণ করেছেন শ্রোতা হৃদয়ে। মাইলসের বাইরে সলো কিংবা মিক্সড অ্যালবামেও রয়েছে এই তারকার অসংখ্য  জনপ্রিয় গান। নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের সর্বকালের সেরাদের একজনে।

গানের বাহিরে রাজনৈতিক মতাদর্শে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদীর একজন একনিষ্ঠ সমর্থক।  ২০১৫ সালে বর্তমান শাসকগোষ্ঠী যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করেছিল তখন একদিন বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন শাফিন আহমেদ। পেশাগতভাবে  দীর্ঘদিন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে কর্মরত ছিলেন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের লক্ষ কোটি শ্রোতাদের কাঁদিয়ে চির বিদায় নিলেন আজ ব্যান্ড সংগীতে এই মহিরুহ শাফিন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহে রাজেউন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে চিরদিন শাফিন আহমেদ নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে।


লেখক সম্পর্কে বিস্তারিত

ফজলে এলাহী (কবি ও কাব্য)

আমি ফজলে এলাহী পাপ্পু, কবি ও কাব্য নামে লিখি। স্বর্ণযুগের বাংলাদেশী চলচ্চিত্র এবং বাংলা গানকে এ যুগের সকলের কাছে পৌছে দেয়ার আগ্রহে লিখি।

মন্তব্য করুন