Select Page

কোথায় দেখবেন/ রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক ও ময়ূরাক্ষী

কোথায় দেখবেন/ রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক ও ময়ূরাক্ষী

ঈদুল আজহায় মোট পাঁচটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে রয়েছে রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক ও ময়ূরাক্ষী। সিনেমাগুলো সবোর্চ্চ ১৫ থেকে দুটি হলে দেখা যাবে।

জিয়াউল রোশান, শবনম বুবলী, অনিন্দিতা মিমি ও মিশা সওদাগর অভিনীত এবং মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ মুক্তি পাবে ১৫টি হলে। এগুলো হলো— স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সনি স্কয়ার – মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস – ঢাকা, লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঝুমুর – জয়দেবপুর, সত্যবতী – শেরপুর, রুমা – মুক্তাগাছা, তাজ – নওগাঁ, আশা – মেলান্দহ, সোনিয়া – বগুড়া, সঙ্গীতা, চিত্রালী – খুলনা, রাধানাথ – শ্রীমঙ্গল,  লাবণী – সাতক্ষীরা ও বিউটি – পিপুলবাড়ী।

নবাগত মুন্না খান, কৌশানী মুখার্জি ও মিশা সওদাগর অভিনীত এবং মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ দেখা যাবে ১৩ হলে। এগুলো হলো— স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং কমপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, (শুক্রবার থেকে), সিলভার স্ক্রিন – চট্টগ্রাম (শুক্রবার থেকে), পূরবী – ময়মনসিংহ, বনানী – ফতুল্লা, নাজমা – জয়পুরহাট, বিলাস – সাভার, কাজলী – মতলব, ঝংকার – ধুনট, তুলি – নাভারন, রিতা – লক্ষ্মীপুর ও সেভেন স্টার – আত্রাই।

পূজা চেরি ও শ্যামল মাওলা অভিনীত এবং সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক, লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ এবং সিলভার স্ক্রিন – চট্টগ্রাম। এছাড়া  স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার ও ব্লকবাস্টার সিনেমাসে দেখা যাবে ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত ও সাদিয়া মাহি অভিনীত এবং রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’।


মন্তব্য করুন