Select Page

অল্প হল নিয়ে সন্তুষ্ট প্রহেলিকা, ক্যাসিনা ও লাল শাড়ি (তালিকা)

অল্প হল নিয়ে সন্তুষ্ট প্রহেলিকা, ক্যাসিনা ও লাল শাড়ি (তালিকা)

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ শতাধিক পর্দা দখলে নেবে সেটাই স্বাভাবিক। এর চার ভাগের একভাগ পেয়েছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। বাকি আর কটি হলই বা থাকে। সেই কয়টি ভাগাভাগি করে আপাতত খুশি ক্যাসিনো, প্রহেলিকা ও লাল শাড়ির নির্মাতা।

সৈকত নাসির পরিচালিত এবং নিরব হোসেন, শবনম বুবলি, তাসকিন রহমান অভিনীত ‘ক্যাসিনো’ ঈদের দিন থেকে ১৫টি প্রেক্ষাগৃহ প্রদর্শিত হবে। এগুলো হলো— রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সনি স্কয়ার ও বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, নারায়ণগঞ্জের গুলশান, জয়দেবপুরের উল্কা, বগুড়ার সোনিয়া, খুলনার সঙ্গীতা, সিলেটের বিজিবি অডিটোরিয়াম, ইটনার আব্দুল হামিদ অডিটোরিয়াম, মিঠামইনের আব্দুল হামিদ অডিটোরিয়াম, অষ্টগ্রামের আব্দুল হামিদ অডিটোরিয়াম, ফুলবাড়ির অন্তরা এবং মুক্তাগাছার রুমা।

চয়নিকা চৌধুরী পরিচালিত এবং মাহফুজ আহমেদ, শবনম বুবলি, নাসির উদ্দীন খান অভিনীত ‘প্রহেলিকা’ মুক্তি পাবে শুধু মাল্টিপ্লেক্সে। এর মধ্যে রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সনি স্কয়ার, এসকেএস টাওয়ার ও সীমান্ত সম্ভার আউলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, চট্টগ্রামে স্টার সিনেপ্লেক্স ও সিলভার স্ক্রিনে।

এদিকে বন্ধন বিশ্বাস পরিচালিত এবং অপু বিশ্বাস ও সাইমন সাদিক অভিনীত ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে ১১ হলে- ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, আজাদ, লায়ন সিনেমাস, ম্যাজিক মুভি থিয়েটার, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, গাজীপুরের রজনী, সাভারের বিলাস, ফতুল্লার বনানী, রংপুরের আকাশ, সোহাগ ও পাবনার রাজমণি।


মন্তব্য করুন