Select Page

কোথায় দেখবেন শুভ-তিশার ‘অস্তিত্ব’

কোথায় দেখবেন শুভ-তিশার ‘অস্তিত্ব’

ostitto

অনেক আলোচনার খোরাক হয়ে শুক্রবার মুক্তি পাচ্ছে আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশা অভিনীত এবং অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’। সিনেমাটি সারাদেশের ৬৬ সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

বিশেষ শিশুদের গল্প নিয়ে ছবিটি নির্মাণ হয়েছে। ছবির গল্প লিখেছেন কার্লোস সালেহ। চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন কার্লোস সালেহ, অনন্য মামুন ও সোমেশ্বর অলি।

‘অস্তিত্বে’ আরো অভিনয় করেছেন নিঝুম রুবিনা, সুচরিতা, সুজাতা আজিম, কাবিলা প্রমুখ।

আসুন দেখে নিই হল তালিকা। ঢাকা : এশিয়া, স্টার সিনেপ্লেক্স, বলাকা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ,  মুক্তি, শ্যামলী, সনি, ব্লকবাস্টার সিনেমাস, পুনম,  সৈনিক ক্লাব, রানীমহল, শাহিন ও গীত। ঢাকার বাইরে : চম্পাকলি (টঙ্গী), কাকলী (শেরপুর), কল্লোল (মধুপুরী), ফাল্গুনী (নাগরপুর), মধুমতী (ভৈরব), সেনা আডিটরিয়াম (সাভার), তিতাস (পটুয়াখালী), মনোয়ার (জামালপুর),  চিত্রালী (খুলনা), শাপলা (রংপুর), বনানী (কুষ্টিয়া), সংগীতা (সাতক্ষীরা), নবীন (মানিকগঞ্জ), রূপকথা (পাবনা), লালমনি (লালমোহন), সোনিয়া (বগুড়া), মুন (হোমনা), ছবিঘর (ঝিনাইদহ), কেয়া (টাঙ্গাইল), শাহিন (বল্লাবাজার), মডার্ন (দিনাজপুর),  শঙ্খ সিনেমা (খুলনা), রুনা (চালাকচর), আলিম সিনেমা (মঠবাড়িয়া), আলিম সিনেমা (খেপুপাড়া), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পুরবী (ময়মনসিংহ), অবসর (ভোলা), কানন (সাগরদিঘী), সাগরিকা (চালা), সাধনা (রাজবাড়ি), মৌসুমী (সিরাজগঞ্জ), চাঁদমহল (কাচপুর), দুলাল (ফেনী), গৌরী (শাহাজাদপুর), পান্না (মুক্তারপুর), রাজমনি (বোরহান উদ্দিন), ঝঙ্কার (পাঁচদোনা), হীরামন (নেত্রকোনা), হ্যাপি (লক্ষ্মীপুর), অভিরুচি (বরিশাল), উপহার (রাজশাহী), রাজ (কুলিয়ার চর), মধুমতী (কুমিল্লা), মণিহার (যশোর), বনলতা (ফরিদপুর), পূর্বাশা (শান্তাহার) ও চলন্তিকা (গোপালদি)।


মন্তব্য করুন