Select Page

কোরিয়ায় টেলিভিশন

কোরিয়ায় টেলিভিশন

untitled-47_18431নানান উৎসবে প্রদর্শিত ও পুরষ্কার পাবার পর এবার মোস্তফা সরওয়ার ফারুকী‘র  ‘টেলিভিশন‘ বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে দক্ষিণ কোরিয়ায়।

‘অ্যাট নাইন ফিল্ম’-এর পরিবেশনায় ছবিটি সিউল, বুসান ও দেইগু শহরে একযোগে মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর।

কোরিয়ায় ‘টেলিভিশন’ মুক্তি উপলক্ষে তিন দিনের জন্য কোরিয়া সফরে যাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এদিকে মালয়েশিয়ার টেলিভিশন জায়ান্ট ‘অ্যাস্ট্রো’ সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ডের জন্য ছবিটির স্বত্ব কিনে নিয়েছে। শিগগিরই ‘অ্যাস্ট্রো’ টিভিতে প্রচারিত হবে ছবিটি। এ উপলক্ষে অ্যাস্ট্রো টিভি ও রেডিও সম্প্রতি মোস্তফা সরয়ার ফারুকীর একটি সাক্ষাৎকার প্রচার করেছে।

ফারুকী জানান, নভেম্বর ও ডিসেম্বরে ‘টেলিভিশন’ ছবিটি কেরালা, কলকাতা ও জাকার্তার নেটপ্যাক উৎসবে প্রদর্শিত হবে।

K.dpuf


মন্তব্য করুন