Select Page

কোর্ট ম্যারেজ

কোর্ট ম্যারেজ

5দর্শকদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে নতুন চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন জনপ্রিয় নির্মাতা সালাহউদ্দিন লাভলু। ছবির নাম ‘কোর্ট ম্যারেজ’। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন বাপ্পি   ও মাহি

ছবির শুটিং শুরু হবে আগামী ১০ জুন। শুটিং হবে ঢাকার পাশেই, শহরতলির কোনো এলাকায়। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জহির বাবু। যৌথভাবে প্রযোজনা করছেন মতিউর রহমান পানু ও অজিত নন্দি। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন ইমন সাহা। ছবির মহরত হবে আগামী মার্চ মাসের মাঝামাঝি। বিয়ে নিয়ে বিড়ম্বনার কাহিনী নিয়ে ছবিটি নির্মিত হবে।

এর আগে সালাহউদ্দিন লাভলুর প্রথম চলচ্চিত্র মোল্লাবাড়ির বউ ব্যবসায়িক ভাবে সফল ছিল।


মন্তব্য করুন