Select Page

সেন্সর বোর্ডে কলকাতার ছবি!

সেন্সর বোর্ডে কলকাতার ছবি!

gungun1.blogspot.com২০১২ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশে মুক্তি পায় প্রসেনজিতের ‘সংগ্রাম’ ও ‘বদলা’ এবং জিতের ‘জোর’। আর তা নিয়ে এ দেশের চলচ্চিত্রকর্মীরা বেশ ক্ষুব্ধ হয়েছিলেন। আন্দোলনে যাওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন তাঁরা। পরে ছবিগুলো ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়লে আর আন্দোলনের প্রয়োজন পড়েনি।

প্রসেনজিৎ এবং জিতের পরে এবার আরেক টালিউড সুপারস্টারের ছবি মুক্তি পেতে যাচ্ছে এ দেশে। দেব অভিনীত ‘খোকাবাবু’ এবং ‘খোকা ৪২০’ ছবি দুটি এখন সেন্সর বোর্ডে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই-এক মাসের মধ্যেই ছবিগুলো মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের এক রুলে বলা হয়েছে, ইন উইন এন্টারপ্রাইজের আমদানি করা ‘বদলা’, ‘সংগ্রাম’, ‘জোর’, ‘শোলে’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘থ্রি ইডিয়টস’, ‘ওয়ান্টেড’ ও ‘তারে জামিন পর’ ছবিগুলো বাংলাদেশে প্রদর্শন বেআইনি। তবে ‘খোকাবাবু’ ও ‘খোকাবাবু ৪২০’ ছবি দুটি এই প্রতিষ্ঠানের আমদানীকৃত নয় বলে জানায় সেন্সর বোর্ড।


মন্তব্য করুন