Select Page

ক্যাম্পাস স্টারের বিচারক নিপুণ-সজল-কণা

ক্যাম্পাস স্টারের বিচারক নিপুণ-সজল-কণা

ক্যাম্পাস স্টারের বিচারক নিপুণ-সজল-কণা

দেশের ১৫টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য আরটিভি এবং ডাবর ভাটিকার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’। আগামী ২৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার মাধ্যমে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী সেরা তিন ছাত্রীকে নির্বাচন করা হবে। প্রতিযোগিতায় বিচারকের আসনে বসবেন অভিনেতা সজল, চিত্রনায়িকা নিপুণ এবং কন্ঠশিল্পী কণা। 

বুধবার সকালে আরটিভি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ক্যাম্পাস স্টার প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার এবং মিডিয়ায় কাজ করার সুযোগ। বিজয়ী নারী ক্যাম্পাস স্টার পাবেন এক লক্ষ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের সুযোগ। প্রথম ও দ্বিতীয় রানার আপ আরটিভির সংবাদ পাঠিকা এবং এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে সজল, নিপুণ এবং কণা ছাড়াও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, এশিয়ান কনজ্যুমার কেয়ার (প্রা.) লিমিটেড ডাবর বাংলাদেশের পরিচালক সঞ্জয় মুনশী প্রমুখ উপস্থিত ছিলেন।

 


মন্তব্য করুন