Select Page

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে হ্যাপীর ধর্ষন মামলা

ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে হ্যাপীর ধর্ষন মামলা

Happyমোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আশা কিছু ভালোবাসা চলচ্চিত্রের নায়িকা চরিত্রে রূপদানকারী নাজনীন আক্তার হ্যাপী বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষনের মামলা করেছেন। শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। মামলা নম্বর ৩৭। মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনে হ্যাপি নিজে বাদী হয়ে শনিবার বিকেল ৪টায় মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি দায়ের করেন। মামলা প্রসঙ্গে হ্যাপি বলেছেন, ‘গত আট-নয় মাস ধরে রুবেলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সে বিভিন্ন সময় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। কিন্তু আমি যখনই বিয়ের জন্য চাপ দিতে থাকি তখন সে টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে সে আমার গায়ে হাত তোলে। তাই আমি মামলা করতে বাধ্য হয়েছি।’

তবে মামলায় রুবেল হোসেনের ঠিকানা উল্লেখ করেনি হ্যাপী। তিনি এজাহারে আসামির ঠিকানার স্থলে লিখেছেন, ‘মিরপুর কমার্স কলেজের সামনে, দেখলে চিনব।’

হ্যাপি মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ১৬ নম্বর সড়কের ২৬ নম্বর বাসায় থাকেন। তার পিতার নাম ইউসুফ আলী। একটি সূত্র জানিয়েছে মিরপুর কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্ল্যাট আছে।


মন্তব্য করুন