Select Page

‘ক্লাসিক সিনেমা হবে সত্তা’

‘ক্লাসিক সিনেমা হবে সত্তা’

swatta1‘আমি আগেও বলেছি, এটা ক্ল্যাসিক একটি সিনেমা হবে। শুটিং শেষে মনে হয়েছে, মোটেও ভুল বলিনি। আমাকে সাধারণত এ ধরনের ছবিতে এর আগে দর্শকেরা দেখেননি। সবাই সুন্দর গল্পের একটা সিনেমা দেখতে পাবেন।’ হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সম্পর্কে প্রথম আলোকে কথাগুলো বলেছেন শাকিব খান। এ সিনেমায় তার বিপরীতে আছেন ‘কলকাতার পাওলি দাম।

সিনেমাটির শুটিং শেষ হয়েছে মাস খানেক আগে। ডাবিংয়ের কাজ শেষ করেছেন শাকিব, পাওলির সময় লাগবে আরও ১০ দিন। এ ছাড়া বাকি কিছু শুটিং প্যাচওয়ার্ক। সেন্সর ছাড়পত্রের জন্য ছবি জমা দেওয়ার সময়সীমা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ। ৩০ ডিসেম্বর আসতে পারে পর্দায়।

‘সত্তা’য় পাওলি অভিনয় করেছেন একজন ডোমের মেয়ের চরিত্রে। তিনি বললেন, ‘এই ছবিতে কাজের অভিজ্ঞতা অসাধারণ। এ ধরনের চরিত্রে এর আগে কখনো কাজ করিনি। ছবিটিতে অনেক ইমোশনাল ব্যাপার আছে, সেই সঙ্গে আছে ড্রিম সিকোয়েন্সও। দর্শকেরা সুন্দর একটা গল্প পাবেন।’

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ ছবির সব কটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

swatta

২০১৪ সালের ১৬ নভেম্বর বিএফডিসিতে ‘সত্তা’র শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাকিব খান ও পাওলি দাম। এরপর শাকিবের সঙ্গে আর শিডিউল মেলানো যায়নি বলে বারবার পিছিয়ে গিয়েছিল ছবির কাজ। অবশেষে গত মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজারে টানা দুই সপ্তাহ শুটিং করে ‘সত্তা’ ছবিতে নিজেদের অংশের কাজ শেষ করেন শাকিব ও পাওলি।


Leave a reply