Select Page

খলনায়ক ডনের প্রথম অ্যালবাম

খলনায়ক ডনের প্রথম অ্যালবাম

donগানের অ্যালবাম প্রকাশ করছে জনপ্রিয় খল অভিনেতা ডনের ব্যান্ড আর্কাইভ। ব্যান্ডটির ভোকাল তিনি। ঈদুল ফিতরে প্রকাশ হবে অ্যালবামটি। এখন চলছে প্রস্তুতি।

ডন বাংলানিউজ টুয়েন্টিফোরকে বলেন, ‘আমি, আগুন, পথিক নবী একসঙ্গে গান করতাম। ওরা গানে প্রতিষ্ঠিত হয়ে গেল, আমি চলে এলাম অভিনয়ে। শুরু থেকেই আমি গানের মানুষ, ভিলেন নই…।’

তিনি জানান, ২৫ বছর আগে জাহিদ আহমেদের লেখা ‘তোমার ঘরে বাস করে কারা’ গানটি গেয়েছিলেন। পরে গানটি কাভার করে বাংলা ব্যান্ড (আনুশেহ)। এরপর থেকে গানে কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেন। এবার ব্যান্ড আর্কাইভ গঠন করে গানে ফিরলেন। দলটি ঢাকা ও ঢাকার বাইরে নিয়মিত স্টেজ শোতে অংশ নিচ্ছে।

অ্যালবাম প্রসঙ্গে ডন বলেন, ‘আমরা প্রয়াত শিল্পীদের কিছু গান করবো। ট্রিবিউট বলতে পারেন। আমরা চাই, আমাদের কাছে পুরনো গানগুলো শুনে শুদ্ধ সংগীতের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হোক শ্রোতারা।’

আর্কাইভ ইতিমধ্যে কয়েকটি গানের রেকর্ডিং শেষ করেছে। এর মধ্যে আছে জাফর ইকবালের গাওয়া ‘সুখে থাকো ও আমার নন্দিনী’।


মন্তব্য করুন