Select Page

খলিল হাসপাতালে

খলিল হাসপাতালে

293_e8আবারও ফুসফুস ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রবীণ অভিনেতা খলিলকে।

রোববার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত তার মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকার এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। ডা. ডাকওয়ালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

খলিলের বড় ছেলে মুসা মানব জমিনকে জানান,  বাবার অবস্থা প্রথম দিন খুব খারাপ ছিল। এখন আগের চেয়ে একটু ভাল। সবার কাছে দোয়া চাই যেন বাবা সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। এদিকে ২০১২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়ার কথা রয়েছে অভিনেতা খলিলের।

এ অভিনেতা প্রায় আটশ’ ছবিতে অভিনয় করেছেন। প্রয়াত পরিচালক আলমগীর কুমকুম পরিচালিত ‘গুণ্ডা’ ছবিতে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। খলিল অভিনীত প্রথম চলচ্চিত্র  কলিম শরাফী ও জহির রায়হান পরিচালিত ‘সোনার কাজল’।


মন্তব্য করুন