Select Page

খেলার মাঠে মাহি যেমন

খেলার মাঠে মাহি যেমন

বাংলা সিনেমার নায়িকারা সাধারণত আড়ালে থাকতেই পছন্দ করেন। তাদের আনন্দ-উচ্ছ্বাসে থাকে অবগুন্ঠন। জন সম্মুখে প্রকাশে ততটা সহজ নন। এটা গড়পড়তা ধারণা। এখন সে ধারণা পাল্টাচ্ছে।  সেদিক থেকে খানিক এগিয়ে মাহি। সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি। নানানভাবে নিজেকে জানান দেন প্রতিনিয়ত। তেমনটা দেখা গেল বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে।

মাহির কিছু অসাধারণ অভিব্যক্তি তুলে ধরেছেন রাশেদ জামান। আসুন তেমন কিছু ছবি দেখে নিই। চেষ্টা করা যাক প্রিয় তারকার অভিব্যক্তি বোঝার।

6

1

2

5

7

মাঝে বেকার সময় কাটালেও। আবারো ব্যস্ত হয়ে উঠেছেন মাহি। মুক্তির অপেক্ষায় আছে ‌’কৃষ্ণপক্ষ‘। সামনে দেখা যাবে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ধামাকা’ চলচ্চিত্রে।


মন্তব্য করুন