Select Page

খোকনের হয়ে কন্যা সম্প্রদান সোহেল রানার

খোকনের হয়ে কন্যা সম্প্রদান সোহেল রানার

Khokonsohel-rana-5-Bএকজন বাবার জীবনে অন্যতম পাওয়া হলো সৎ পাত্রের হাতে কন্যা সম্প্রদান করা। কিন্তু অসুস্থ্যতার কারণে পারলেন না শহীদুল ইসলাম খোকন। তার হয়ে বরের হাতে মেয়েকে তুলে দিলেন অভিনেতা-পরিচালক-প্রযোজক সোহেল রানা

সে এক অন্যরকম দৃশ্য। একদিকে হুইল চেয়ারে বসে আছেন খোকন অন্যদিকে তারই ঘনিষ্ঠ বন্ধু সোহেল রানা তার জন্য কাঁদছেন। এমন দৃশ্য সেদিন যারাই দেখেছেন তারাই কেঁদেছেন।

বন্ধু খোকনের মেয়ের বিয়েতে হাজির হয়েছিলেন সোহেল রানা। কিন্তু প্রাণপ্রিয় বন্ধু তো এখন আর কথা বলতে পারেন না। সেই কষ্টেই সেদিন অঝোরে কাঁদছিলেন সোহেল রানা। যেন বাবা হয়েই সোহেল রানা খোকনের বড় মেয়ে শীষকে বর সাবিত খানের হাতে তুলে দিলেন। আর তাতে যেন এক তৃপ্তির হাসি হাসলেন শহীদুল ইসলাম খোকন।

94999_e4শুক্রবার রাতে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে খোকনের বড় মেয়ে শারমীন ইসলাম শীষের সঙ্গে অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকে চাকরিরত সাবিত খানের আকদ সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী বছর। শীষ ও সাবিতকে দোয়া জানাতে সেদিনে খোকন ও তার স্ত্রী জয়ের আহ্বানে উপস্থিত হয়েছিলেন সোহেল রানা, রুবেল, মতিন রহমান, সুবর্ণা মুস্তাফা, সোহানুর রহমান সোহান, মালেক আফসারী, প্রোডাকশন ম্যানেজার নজরুল, ওমর সানী, সিমলা, ফারদিনসহ আরও কয়েকজন।

সোহেল রানা বলেন, ‘আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই। শীষের আকদ আল্লাহর রহমতে ভালভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু কষ্ট শুধু একটাই আমার বন্ধুটি তার মনের আবেগ অনুভূতি আর প্রকাশ করতে পারে না। এ যে আমার জন্য কত কষ্টের আমি বোঝাতে পারবো না। দোয়া করি আল্লাহ খোকনকে ভাল রাখুন, সুস্থ রাখুন। শীষ যেন সুখী হয় তার নতুন পথচলায়।’

মানব জমিন অবলম্বনে।


মন্তব্য করুন