Select Page

গল্পটা কার?

গল্পটা কার?

নির্মাণের শুরু থেকেই আলোচনায় আছে আশিকুর রহমানের ‘সুপার হিরো’। সিনেমাটির প্রধান চরিত্রে আছেন শাকিব খান।

কী হতে পারে সেই সিনেমার গল্প?

ফেসবুকে ছবিটি শেয়ার করে আশিকুর লেখেন, ‘গল্পটা আসলে আকাশে উড়ে বেড়ানো কাল্পনিক কোন হিরোর গল্প না।

এটা এমন এক হিরোর গল্প যে কল্পনার সব সুপারহিরোর থেকে অনেক বেশি শক্তিশালী।’

আশিকুর যেহেতু অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন হালে, দর্শক ট্রেন্ডও সেই দিকে। ধারণা করা যায় ‘সুপার হিরো’র গল্পও সেই খাতে বইবে। শাকিবও থাকছেন ড্যাশিং লুকে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় বিভিন্ন লোকেশনে সিনেমাটির ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি শুটিং শিগগিরই শুরু হবে বাংলাদেশে।

‘সুপার হিরো’তে শাকিবের নায়িকা শবনম বুবলি। প্রযোজনায় আছে নামি প্রতিষ্ঠান হার্টবিট প্রডাকশন।

এ সিনেমার আগে শাকিবকে নিয়ে ‘অপারেশন অগ্নিপথ’ শুরু করেন আশিকুর। কিছু অংশের শুটিংও হয় অস্ট্রেলিয়ায়। তবে প্রযোজকের সঙ্গে বিরোধের সূত্রে সিনেমাটি আলোর মুখ দেখবে না— এমনটা জানা গেছে। যা শাকিব ভক্তদের হতাশ করেছে।


মন্তব্য করুন