গল্প গানে পোড়ামন…
সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ জুন মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার তৃতীয় চলচ্চিত্র ‘পোড়ামন’।প্রথম দুই চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ এবং ‘অন্যরকম ভালোবাসা’র মাধ্যমে জাজ মাল্টিমিডিয়া চলচ্চিত্র জগতে গল্প, গান ও লোকেশনের প্রতি তাদের গুরুত্বকে প্রকাশ করেছেন। তৃতীয় ছবিতে গল্প-লোকেশন-কলাকুশলী বদলে গিয়ে হাজির হয়েছেন রোমান্টিক ব্যাবসাসফল ছবির নির্মাতা জাকির হোসেন রাজু। গল্প লিখেছেন রুদ্র মাহফুজ, নায়ক চরিত্রে অভিনয় করেছেন ‘জ্বী হুজুর’ সিনেমার মাধ্যমে অভিষেক হওয়া সায়মন সাদিক, নায়িকা চরিত্রে মাহিয়া মাহি।
গ্রামের ডানপিটে ছেলে সুজন এবং হতদরিদ্র স্কুলপড়ুয়া মেয়ে পরী। প্রেম ভালোবাসা কি সেটা তাদের জানা নেই, কিন্তু পরস্পরের সাথে দেখা এবং কথা বলতে বলতে একসময় তাদের মধ্যে এক ভালোলাগা, বোধের তৈরী হয়। কিন্তু নানা প্রতিকূলতার মাঝে মোড় ঘুরে যায় ঘটনার।
ছবিটির ৮০ ভাগ শ্যুটিং হয়েছে বান্দরবানের নীলগিরি, নিলাচল, মেঘলা, মায়ানমার সীমান্তের বেশ কিছু মনোরম লোকেশনে। পোড়ামনের সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা এবং শফিক তুহিন। কোরিওগ্রাফিতে ছিলেন মাসুম বাবুল। আব্দুল্লাহ জহীর বাবুর কাহিনী নিয়ে নির্মিত এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, আনিসুর রহমান মিলন, লাক্স তারকা বিপাশা, ডন রতন, রেহানা জলি, মনিরা মিঠু, গুলশান আরা ও মিশা সওদাগর।
পরিচালক জাকির হোসেন রাজু জাজ মাল্টিমিডিয়ার প্রশংসা করে বলেছেন, ‘সৃষ্টিশীল এবং মানসম্পন্ন কাজের জন্য যা যা করা দরকার সবকিছুই তারা সংযোজন করেছেন নিষ্ঠার সঙ্গে’। মাহি তার চরিত্র সম্পর্কে বলেন, ‘গ্রামের পোশাক, চালচলন, আচার-আচরন আর ছবির গল্প সব কিছুতেই আমি মুগ্ধ। আমার ধারনা এখন থেকে সব ধরনের চরিত্রেই সাবলীল অভিনয় করতে পারবো’।
অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীশ জানিয়েছেন, পোড়ামনের শ্যুটিং তারা এমন জায়গায় করেছেন যেখানে এর আগে কেউ শ্যুটিং এর কথা চিন্তা করেনি। এসবই তারা করেছেন দর্শকের কথা চিন্তা করে। তিনি প্রত্যাশা করেন, পোড়ামন দেখতে এসে দর্শক মন ভালো করে বাড়ি ফিরবে।
‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক জাকির হোসেন রাজুর আরেকটি রোমান্টিক শিল্পকর্ম দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও তিন সপ্তাহ। মুক্তি পাবার পরই বোঝা যাবে পোড়ামন দর্শককে কতটা তৃপ্তি দিতে পারবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক