Select Page

গানও বাদ রাখলেন না অনন্ত

গানও বাদ রাখলেন না অনন্ত

অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। বাস্তবেও তাই। এ অভিনেতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক এবার গান গেয়ে শুনলেন গায়িকা বিউটি দাসকে।

আমেরিকার টাইম টিভির ‘সেলিব্রিটি শো’তে সম্প্রতি অতিথি হিসেবে যোগ দেন অনন্ত জলিল। উপস্থাপিকা কণ্ঠশিল্পী বিউটি দাস। যেখানে বিউটি একটা গান শোনাবে অনন্তকে, সেখানে অনন্তই গান গেয়ে শোনালেন বিউটিকে।

এটি একটি নিউইয়র্ক ভিত্তিক অনুষ্ঠান। এটি প্রযোজনা করেছেন মেহেরুন্নেসা জোবাইদা, নাজিম উদ্দিন এবং সামিউল ইসলাম। শিগগিরই প্রবাসীরা এই আয়োজন উপভোগ করতে পারবেন।

এদিকে চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে নিউইয়র্কে বসবে স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেও অনন্তর অংশ নেওয়ার কথা রয়েছে। এর আয়োজন করছে সাউথ এশিয়ান এন্টারটেইনমেন্ট। এই সংগঠনের সভাপতি কোরিওগ্রাফার ও ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন খবরটি দিয়েছেন।


মন্তব্য করুন