গানে গানে আনোয়ারা
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা দাদী, মা, ভাবীসহ অনেক ধরনের চরিত্রে অভিনয় করেছেন। সেসব চরিত্র পর্দায় জীবন্ত হয়ে উঠেছে তাঁর অসাধারণ অভিনয়ে। তাঁর সেসব চরিত্র ঘিরে বেশকিছু গানও নির্মিত হয়েছে। সে ধরনের কিছু গান নিয়ে এ আয়োজন..
ও দাদী ও দাদী আমি তোমার দিবানা
‘অন্তরে অন্তরে’ ছবির এ গানে অমর নায়ক সালমান শাহ-র দাদীর চরিত্রে ছিলেন আনোয়ারা। দাদীর অভিমান ভাঙাতে সালমান এ গান ধরে। ‘তুমি মাথা ঠাণ্ডা করিয়া, নাও আমায় ঘরে তুলিয়া’ গানের এ লাইনগুলো ছিল বেশ মজার। সালমান দাদী আনোয়ারার অভিমান ভাঙাতে চেষ্টা করে যায় আর আনোয়ারা ততই রেগে যায়।
বাবা বলে গেল আর কোনোদিন গান কোরো না
‘জন্ম থেকে জ্বলছি’ ছবির এ গানে আনোয়ারার ছেলে গানে গানে তার অভিমানী কথা জানায়। বাবা গান গাইতে বারণ করেছে কিন্তু গানপাগল ছেলে নানা ছলে বলে যায় গান তার কত কাছের।

মায়ের একধার দুধের দাম
‘বর্তমান’ ছবির এ গানে মান্না তাঁর মা আনোয়ারাকে নিয়ে এ গানটি গায়। অপরাধ জগতে পা বাড়িয়ে সাধারণ ছেলে থেকে শহরের ত্রাস হয়ে ওঠে মা। তার আগে মান্না ছিল মাতৃভক্ত এক ছেলে। সেই ভক্তি থেকেই এ গান।
মাগো মা ওগো মা আমারে
বানাইলি তুই দিওয়ানা
‘রঙিন সমাধি’ ছবিতে শাকিব খান এ গানটি গায় আনোয়ারাকে নিয়ে। ‘আমি দুনিয়া ছাড়ি যেতে পারি /তোকে আমি ছাড়ব না’ গানের এ লাইনগুলোতে মা আনোয়ারার প্রতি শাকিব খানের পরম শ্রদ্ধা ফুটে ওঠে।

এতদিন খুঁজেছি যারে
‘প্রিয়শত্রু’ ছবির এ গানে সোহেল চৌধুরী দিতিকে দেখার পর প্রেমে পড়ে এবং বিয়ে করবে ভাবে। সে কথাই দাদী আনোয়ারাকে গানে গানে বলে। ‘সে যে সুন্দরী সুন্দরী রূপ দেখে মরি মরি/দিয়ে দাও তাড়াতাড়ি শাদী/ও দাদী, দিয়ে দাও তাড়াতাড়ি শাদী।’ নাতির পাগলামি দেখে দাদী আনোয়ারাও খুশি হয়।
মা জননী নয়নমণি অসীম তোমার দান
‘মায়ের সম্মান’ ছবিতে রিয়াজ মা আনোয়ারাকে নিয়ে এ গান গায়। এ ছবিতে রিয়াজ দেশপ্রেমিক একজন পুলিশ অফিসার যার দায়িত্ব থাকে সন্ত্রাস নির্মূল করা। আনোয়ারার ইচ্ছাও তাই ছেলে সর্বশক্তি দিয়ে হলেও দেশের জন্য কাজ করবে।

মাথার ওপর খোদা আছে
‘মায়ের স্বপ্ন’ ছবিতে ইলিয়াস কাঞ্চনের লিপে এ গান। মায়ের সেবা করে নিজেকে ধন্য মনে করা এক সন্তানের গান।






