Select Page

গান শেষে ক্যামেরা ক্লোজ

গান শেষে ক্যামেরা ক্লোজ

momo-jayed-1_41623বাণিজ্যিক ছবিতে অভিনয় করতে চান এ কথা অনেক দিন ধরে বলে আসছেন টিভি অভিনেত্রী মম। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয়েছে অর্ধযুগ আগে। সে আগ্রহ সে মোতাবেক অফারও পেলেন। রাকিবুল আলম রকিব পরিচালিত ‘প্রেম করবো তোমার সাথে’ ছবির মাধ্যমে নতুন করে চলচ্চিত্রে অভিষেক হলো।

এখন আছেন কক্সবাজারে। পরিচালকের ভাষায়, একটা গান ধারণ শেষে ক্যামেরা ক্লোজ।

অর্থাৎ, ছবির চিত্রায়নের কাজ শেষ। তার পরে যাবে পোস্ট প্রোডাকশনে। দেখা যাক কথিত এ বাণিজ্যিক ছবি কেমন সাড়া তুলতে পারে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খানআনিসুর রহমান মিলন

এছাড়া কাজ করছেন শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে। এ ছবিতে তার বিপরীতে আছেন আরেফিন শুভ। ছবিটির শুটিং শুরু হয়েছে ৩ মে।


মন্তব্য করুন