Select Page

‘গৃহলক্ষী’ সামিরাকে লেখা সালমানের চিঠি

‘গৃহলক্ষী’ সামিরাকে লেখা সালমানের চিঠি

salman-samira

বাংলাদেশের হাতে গোণা সুপারস্টারদের মধ্যে একজন সালমান শাহ। মৃত্যুর ১৮ বছর পরও এ তারকাকে নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই।

তারা প্রায়শ ফেসবুকে শেয়ার করেন প্রিয় তারকার ছবি, পেপার কাটিং। সমসাময়িক নায়কদের সঙ্গে তুলনা করতেও ভুলেন না। এর মধ্যে বাদ যায় বলিউড-ঢালিউডের নায়করা।

ভক্তদের শেয়ার তেমন একটি স্মারক হলো চিঠি। স্ত্রী সামিরাকে লেখা সালমানের চিঠি।

salman-samira1

সোমবার ওই চিঠির ছবি শেয়ার করলেন এক সালমান ভক্ত। সেখানে ‘গৃহলক্ষী’ সম্বোধন করে স্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ করেন এ তারকা। পরিহাস হলো, এখনো সামিরাকে সালমানের মৃত্যুর জন্য দায়ী করেন ভক্তরা।


মন্তব্য করুন