Select Page

গোপনে শুরু হয়েছিল ‘মাসুদ রানা’র শুটিং!

গোপনে শুরু হয়েছিল ‘মাসুদ রানা’র শুটিং!

জাজ মাল্টিমিডিয়ার ব্যয়বহুল সিনেমা ‘মাসুদ রানা’ নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। প্রতিষ্ঠানটির নীরবতার কারণে হালে অনেকে বলছেন, পুরো বিষয়টি ‘ধাপ্পাবাজি’! বিশেষ করে বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর সম্পর্কিত জটিলতায় সেই আগুনে ঘি ঢেলেছে। পরে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও সিনেমাটির কোনো আপডেট জানায়নি জাজ।

তবে প্রতিষ্ঠানটি স্বীকার না করলেও এমন কথা চাউর হয়েছে যে, ‘মাসুদ রানা’র কয়েকদিন শুটিংও হয়েছে। কিন্তু অনাকাঙ্ক্ষিত জটিলতার কারণে প্যাকআপ করতে বাধ্য হয় ইউনিট।

বলা হচ্ছে, সিনেমাটির ক্যামেরা ওপেন হয় মিশরে! দুদিন শুটিং শেষে টিম যায় দক্ষিণ আফ্রিকায়। সেখানে ঘটে দুর্ঘটনা।

একটি সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকায় দৃশ্যায়নকালে দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয় ‘মাসুদ রানা’ টিম। কেড়ে নেওয়া হয় ক্যামেরা ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম। এ কারণে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসতে হয় টিমকে।

তবে পুরো ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ভাষ্য নেই আপাতত।

এদিকে বলিউড তারকা শ্রদ্ধার সরে যাওয়ার প্রসঙ্গে বলা হয়, মূলত হলিউড প্রজেক্ট ‘এমআর নাইন’ নিয়ে তার সঙ্গে কথা হয়। তখনো চুক্তিবদ্ধ হননি। পরে যখন বাংলাদেশি সিনেমা হিসেবে শোনেন তিনি বেঁকে বসেন।

আপাতত ‘মাসুদ রানা’র কোনো আপডেট না থাকলেও সিনেমাটি থেকে সরে আসেনি জাজ। এমনটাই জানা গেছে।

কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন আসিফ আকবর। অভিনয়ে হলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির তারকারা রয়েছেন। নাম ভূমিকায় আছেন এবিএম সুমন।

 


মন্তব্য করুন