Select Page

ঘোষণায় আটকে রইল ‘অন্তর জ্বালা’র মুক্তি!

ঘোষণায় আটকে রইল ‘অন্তর জ্বালা’র মুক্তি!

মাস দুয়েক আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘অন্তর জ্বালা’। দুটো টিজারও প্রকাশ হয়েছে। কয়েকদিন আগে পরিচালক মালেক আফসারী জানালেন, ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে।  এরপর কোনো অগ্রগতির খবর নেই। এর আগেও একাধিকবার ছবিটির মুক্তির খবর শোনা গিয়েছিল।

তিনি লিখেছিলেন, “বাংলার মাটিতে বাংলাদেশের ছবি মুক্তি পাবে তা কি আপনারা চান না? ঈদ আমাদের, ছবিও আমাদের। মহানায়ক মান্নার এক অন্ধ ভক্তের করুণ কাহিনী আমার ‘অন্তর জ্বালা’।”

এরপর বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে নানা মন্তব্য করেছেন। কিন্তু পরবর্তীতে মুক্তি প্রক্রিয়া নিয়ে কিছুই চোখে পড়েনি।

‘অন্তর জ্বালা’য় মান্নার ভক্তের চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। তিনিই ছবিটি প্রযোজনা করছেন। তার বিপরীতে আছেন পরী মনি। আরো অভিনয় করেছেন জয়, মৌমিতা মৌ, মিজু আহমেদ, সাঙ্কু পাঞ্জা, রেহানা জলি, বড়দা মিঠু প্রমুখ।


মন্তব্য করুন