Select Page

চট্টগ্রামে চালু হচ্ছে তৃতীয় মাল্টিপ্লেক্স

চট্টগ্রামে চালু হচ্ছে তৃতীয় মাল্টিপ্লেক্স

সম্প্রতি বন্দরনগরীর চকবাজারের বালি আর্কেডে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের নতুন আউটলেট। এ ছাড়া এই শহরে আগেই চালু আছে সিলভার স্ক্রিন নামের দুই পর্দার মাল্টিপ্লেক্স।

এখন নতুন মাল্টিপ্লেক্সের ঘোষণা দিয়েছে মেরিডিয়ান কোহিনূর সিটি।

এক বিজ্ঞাপনে কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে মেরিডিয়ান কোহিনূর সিটি! মেরিডিয়ান কোহিনূর সিটিতে রেডি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ও স্বয়ংসম্পূর্ণ সিনেপ্লেক্স শুধুমাত্র আপনাদের জন্যই।

এখনো বিস্তারিত খোলাসা না করলেও নির্মাণাধীন ওই মার্কেট স্পেসে নানা ধরনের বাণিজ্যিক স্পেস থাকবে বলে জানানো হয়েছে।

মেরিডিয়ান কোহিনূর সিটির লোকেশন হিসেবে নির্ধারণ করা হয় শহরের ব্যস্ততম এলাকা দামপাড়াকে। এ কাছাকাছিই অবস্থিত নগরীর প্রথম মাল্টিপ্লেক্স সিলভার স্ক্রিন।

দুটি মাল্টিপ্লেক্স ছাড়াও চট্টগ্রাম শহরে রয়েছে দুটি সিঙ্গেল স্ক্রিন হল- সিনেমা প্যালেস ও সুগন্ধা।


মন্তব্য করুন